সুজানগরে মাতৃত্ব এবং শিশু কিশোরীদের স্বাস্থ্য ও উন্নতিকরণ বিষয়ক ওয়ার্কশপ

এম এ আলিম রিপনঃ যৌন প্রজনন, মাতৃত্ব, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যের উন্নতিকরণ প্রকল্পের আওতায় সুজানগরের সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে উপজেলা পর্যায় ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সুজানগর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রুরালইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে এবং কোর গ্রুপ,ইউএসএ এর সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ সানজিদা মজিব।স্বাগত বক্তব্য রাখেন মো.মনিরুল ইসলাম,প্রকল্পসমন্বয়কারী(এসআরএমএনসিএইচ)প্রকল্ড, ব্রেড । অন্যদের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.জিল্লুর রহমান, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। ওয়ার্কশপে সরকারি, বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন স্টেক হোল্ডার, প্রকল্পের ফিল্ড অর্গানাইজার তাহেরা খাতুন,বায়োজিদ বোস্তামী,সাহিদা খাতুন ও এ.এইচ.এ গিফারী উপস্থিত ছিলেন।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *