বানারীপাড়ায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন- থানায় মামলা

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা ।। বানারীপাড়ায় উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থী (১৫) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভিকটিমের মা হাসিনা বেগম বাদী হয়ে ধর্ষক রাব্বির (২০) বিরুদ্ধে সোমবার (১৫ মে) রাতে বানারীপাড়া থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ভিকটিমের বাবা ইউনুস একজন দিনমজুর। মঙ্গলবার (১৬ মে) সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

ভিকটিম ও মামলা সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ মে) উপজেলার বাইশারী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তরকুল গ্রামের প্রবাসী রফিকুল ইসলাম ওরফে মধু’র ছেলে মোঃ রাব্বি (২২) একই বাড়ির দশম শ্রেণীর ওই ছাত্রীর ঘরে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় ওই ছাত্রীর প্রাইভেট শিক্ষক শারমিন জাহান তাকে পড়াতে আসলে তার উপস্থিতি টের পেয়ে রাব্বি তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে রেখে দৌঁড়ে পালায়।

এলাকার বিভিন্নজন রাব্বির বিরুদ্ধে মেয়েদেরকে প্রেমের জালে জড়িয়ে সর্বনাশ করার অভিযোগ করছে। তারা কেউ লোকলজ্জার ভয়ে প্রতিবাদ করতে পারেননি। তবে সাহস করে হতদরিদ্র পরিবারের ওই ছাত্রী প্রতিবাদ করায় বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। ভূক্তভোগী ও এলাকাবাসী রাব্বির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অপরদিকে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় স্বার্থান্বেষী একটি প্রভাবশালী মহল অপতৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী এবং তদন্ত কর্মকর্তা এস আই মাসুদ রানা জানান, ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে সরজমিনে তদন্ত করে মামলা দায়ের করা হয়েছে এবং আসামি রাব্বিকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *