January 3, 2025, 4:45 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
বোদায় মাদক কারবারীর হাতে ব্যবসায়ী আহত লাঞ্চিত ইউপি সদস্য

বোদায় মাদক কারবারীর হাতে ব্যবসায়ী আহত লাঞ্চিত ইউপি সদস্য

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক কারবারীদের হামলায় ফইমউদ্দিন বাচ্চু (৫২) নামের এক গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।একই সাথে লাঞ্ছিত হয়েছেন ইউপি সদস্য আইনুল হক।ঘটনাটি রোববার রাতে উপজেলার ময়দানদীঘি বাজারে ঘটে।ইউপি সদস্যসহ স্থানীয়রা বাচ্চুকে উদ্ধার করে রাতেই হাসপাতালে ভর্তি করে দেয়।হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলে, পরিবাবের লোকজন মঙ্গলবার রংপুরে নিয়ে যায়।এদিকে
ইউপি সদস্যদের লাঞ্ছিতের ঘটনায় বোদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত ফইমউদ্দিন বাচ্চু ময়দানদিঘী এলাকার জামকুড়া পাড়া এলাকার মৃত সেরাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ইউপি সদস্য আইনুল হক সূত্রে জানা যায়,জামকুড়া পাড়া এলাকার সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ দেহ ব্যবসা চালিয়ে আসে ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন তার ঘরবাড়ি ভেঙ্গে দেয়।তার সূত্র ধরেই রোববার রাতে ময়দানদিঘী বাজারে গরু ব্যবসায়ি বাচ্চুর উপর স্থানীয় যুবক ডলার,সাদ্দামসহ কয়েকজন অতর্কিত হামলা চালায়।সেখানে গুরুতর আহত হয় বাচ্চু, তাকে ইউপি সদস্যসহ স্থানীয়রা উদ্ধার করে রাতেই বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।তার আগে মারপিট থামাতে গিয়ে লাঞ্ছিত হয় ইউপি সদস্য আইনুল হকসহ আরো কয়েকজন।

বাচ্চুসহ তার পরিবারের লোকজন জানায়, কয়েকমাস আগে প্রতিবেশী সাদ্দাম হোসেনকে টিনসহ অন্যান্য মালামাল ৬০ হাজার টাকার নিয়ে দেন। সেই টাকা চাইতে গেলে টালবাহানা করে সাদ্দাম।২০ এপ্রিল রাতে টাকা দেয়ার কথা বলে সাদ্দাম হোসেন বাচ্চুকে তিতোপাড়া আব্দুল কুদ্দুস বয়াতির বাড়ির সামনে যাইতে বলে,সেখানে দুজন যুবক আছে ৩০ হাজার টাকা দিবে, বাকীটা পরে হিসাব হবে।তার কথা মতো বাচ্চু সেখানে গেলে আগে থেকে থাকা যুবকরা তাকে বয়াতির বাড়িতে নিয়ে যায় এবং ঘরের দরজা বন্ধ করে দেয়।কয়েক মিনিটের মধ্যে বোদা থানার উপ-পরিদর্শক সাজেদুর রহমানসহ সাদ্দাম হোসেন আসে।বাচ্চুকে হাতকড়া পড়িয়ে দিয়ে টেবিলের উপর গাঁজা ও ইয়াবা রেখে ভিডিও করে।তাকে ছেড়ে দেয়ার জন্য পুলিশ এক লাখ টাকা দাবী করে।অনেক দর কষাকষির পর ৬০ হাজার টাকায় বাচ্চুকে ছেড়ে দেন এবং কসম করান কেউ যেন না যানে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বোদা থানার এ এস আই সাজেদুর রহমান।
বোদা থানার অফিসার ইনচার্জ সুজয় কুমার রায় জানান,সাদ্দাম-বাচ্চু দুজনে চাচাত ভাই,শুনে়ছি বাচ্চু মানুষ হিসেবে পূর্বের অনেক খারাপ কিছু আছে,।আর সাদ্দামও খারাপ তাদের দুজনের কিছু দিন ধরে দন্দ চলছিল।রোববার তাদের মাঝে মারামারি হয়েছে।এখন পুলিশের নামসহ চলে আসে,এতোদিন আমাদের জানাইতে পারত আমরা ব্যবস্থা নিতাম।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD