December 27, 2024, 1:06 am
রক্সী খান মাগুরা জেলা প্রতিনিধি :
মাগুরার আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে তিন রত্নগর্ভা মাকে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
আজ রবিবার বিকেলে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠান থেকে রত্নগর্ভা মা মুসা সালেহা খাতুন,রাহেলা খাতুন ও কুসুম বাড়ই কে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথি বৃন্দ। সম্মাননা প্রাপ্তরা প্রত্যেকেই সন্তানদের লেখাপড়া ও ব্যক্তিগত জীবনের প্রতিষ্ঠার পেছনে নিজেদের গল্প তুলে ধরেন। এ সময় সম্মাননা প্রাপ্তদের পাশাপাশি বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ ও বাংলাদেশ মহিলা পরিষদ এর কেন্দ্রীয় নেত্রী লিপিকা দত্ত সহ অন্যরা।
রক্সী খান মাগুরা।