নলডাঙ্গায় অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়িসহ প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল সালাম মন্ডলের ছেলে কামাল মন্ডল(৪২) এর বাড়িতে বৈদ্যুতিক শক সার্কিট থেকে
আগুন লেগে ২টি বসত ঘর, রান্না ঘর সহ একটি চার্জার ভ্যান, একটি ফ্রিজ ও শুকনা ফসল পিঁয়াজ-রসুন পুড়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

আজ সোমবার (১৫ মে) দুপুর ২ ঘটিকায় উপজেলার ছাতারভাগ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অত্র ওয়ার্ডের ইউঃপিঃ সদস্য ইকবাল হোসেন ঝুন্টু বলেন, অগ্নিকাণ্ডের কথা শোনে আমি ঘটনা স্থলে আসি এবং ততক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে অগ্নিকাণ্ডের বিষয়টি অবগতি করেন।

উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয় এবং সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করবেন বলে জানান।

এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *