January 2, 2025, 10:39 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ৫নং ভাইবোনছড়া ইউনিয়নের ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মিসেস জ্যোতি প্রভা চাকমার অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন।
শনিবার (১৩ মে) ২০২৩ সকাল ১০ টার সময় ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন এর আয়োজনে সুসজ্জিত মঞ্চে ও ফুলেল শুভেচছায় এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে এসোসিয়েশন এর সদস্য ও প্রাক্তন ছাত্র নুরুল ইসলাম টুকু ও ওসমান আলীর যৌথ সঞ্চালনায় ও ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাতু মনি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শানে আলম।
এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এর প্রতিনিধি তৌফিক হোসেন,,৫নং ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংসানু মারমা,ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনুরুল হক,বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা দিলোয়ারা বেগম।
এইছাড়া অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর আলম,বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন ছাত্র তোফাজ্জল হোসেন,প্রাক্তন ছাত্র অনিমেষ চাকমা।এই সময় উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,
সাংবাদিকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজিত অনুষ্ঠানে মিসেস জ্যোতি প্রভা চাকমাকে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেন প্রাক্তন ছাত্র ছাত্রী ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ।এই সময় তারা দলগত ভাবে বিভিন্ন উপহারও প্রদান করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। তারপর প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধে দশ মিনিটের ডেমো ক্লাস নেন এই গুণী শিক্ষিকা।ওই দশ মিনিটের ক্লাসটিতে শিক্ষিকা শুরুতে রোল কল করেন এবং পরবর্তীতে তার সব শিক্ষার্থীদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।সর্বশেষ শিক্ষার্থীদের উদ্যোগে ফুলেল সজ্জায় সুসজ্জিত একটি গাড়িতে করে ও মোটরসাইকেল বহর দিয়ে ঐ শিক্ষিকার বাড়িতে পৌঁছে দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন এর সদস্যবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জানান,মিসেস জ্যোতি প্রভা চাকমা স্যার একজন আদর্শ শিক্ষক ছিলেন।সন্তান স্নেহে তিনি ছাত্রছাত্রীদের পড়াতেন।তিনি দীর্ঘ ৪০ বছর নিষ্ঠার সাথে পাঠদান দিয়ে এসেছেন। এই সময় বক্তারা তার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন।
প্রাক্তন ছাত্রছাত্রী এসোসিয়েশন এর সদস্যবৃন্দ জানান: জ্যোতি প্রভা চাকমা স্যার একজন আদর্শ শিক্ষিকা ছিলেন।আমাদের শৈশব কালে তার আদর স্নেহ,শাসন আজও আমাদের চলার পথে শক্তি ও অনুপ্রেরণা যোগায়।আমাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে এমন সম্মানজনক বিদায় সংবর্ধনা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা মেডামের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করছি।
জানা যায়,মিসেস জ্যোতি প্রভা চাকমা ১১ মে ১৯৬৪ সালে ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে জন্মগ্রহণ করেন।বাবা ইন্দু বিকাশ খীসা ও মা অনুভা চাকমার পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় সন্তান তিনি।১৯৭২ সালে ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করেছিলেন তিনি।তারপর ১৯৮২ সালে মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর এই প্রাথমিক বিদ্যালয়েই ২৪ এপ্রিল ১৯৮৪ সালে শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তারপর দীর্ঘ ৪০ বছর একটানা একই প্রতিষ্ঠানে চাকরি করার পর গত ১০ মে ২০২৩ইং বুধবার চাকরি জীবনে অবসরে যান তিনি।ব্যক্তিজীবনে তিন কন্যা সন্তান রয়েছেন তার। সবাই গ্রাজুয়েশন শেষ করেছেন এবং সবাই বিবাহ বন্দনে আবদ্ধও হয়েছেন।