রুপান্তরের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। গতকাল ১৩ মে শনিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী বরিশাল বিভাগের পিরোজপুর ও ঝালকাঠি জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্রাউন কনভেনশন হলে বেসরকারী সংস্থা রুপান্তর সহযোগী ইউএসএইড এবং আইআরআই এর সহযোগিতায় ” শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি ” শীর্ষক কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস।
প্রশিক্ষণে সহায়ক ছিলেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির, রুপান্তর পরিচালক সাদাত হোসেন বাচ্চু, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব শুভংকর চক্রবর্তী, নারী নেত্রী ফাহমিদা মুন্নি, রুপান্তর বরিশাল জেলা সমন্বয়কারী রাবেয়া বসরী।
এ প্রশিক্ষণে জনগোষ্ঠী, রাজনৈতিক নেতৃত্ব, গণযোগাযোগ, রাজনৈতিক ও সামাজিক প্রচার অভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহবস্থান বিষয়ে আলোচনা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *