January 13, 2025, 9:44 pm
এম এস সাগর,
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
দিন-দুপুরে মালিকের অনুপস্থিতিতে দোকানের ড্রয়ারের তালা ভেঙে তিন লাখ ৩১ হাজার টাকা চুরি করে চোর। এ ঘটনায় নাগেশ্বরী থানায় অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক। অভিযোগ পেয়ে চার ঘন্টায় চোরকে সনাক্ত করে ৩ লাখ ২১ হাজার নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তসহ এক সহযোগীকে জেলে পাঠানো হয়েছে।
থানার অভিযোগপত্র থেকে জানা গেছে, উপজেলার রায়গঞ্জ বাজারের মেসার্স এআর ট্রেডার্সের মালিক আশরাফুল আলম রব্বানী গত বুধবার দুপুরে তার ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রেখে ড্রয়ার তালা দিয়ে ব্যবসায়িক কাজে পার্শ্ববর্তী নাখারগঞ্জ বাজারে যান। সেখান থেকে বিকেলে দোকানে ফিরে তিনি দেখতে পান তার ড্রয়ারের তালা ভাঙা। পরে দেখেন ড্রয়ার থেকে তিন লাখ ৩১ হাজার টাকা চুরি গেছে। স্থানীয়ভাবে খোঁজাখুজি করে হদিস না পেয়ে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পেয়েই থানা পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে পাশের এক ব্যবসায়ীকে দেখা গেলে রাতেই তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম মহসিন আলী। তিনি রায়গঞ্জ ইউনিয়নের হাতিয়ার ভিটা এলাকার মৃত ফারাত উল্লাহর ছেলে।
জিজ্ঞাসাবাদে মহসিন অর্থের অভাবে টাকা চুরির কথা স্বীকার করে এবং টাকাগুলো তার ভায়রার কাছে জমা রয়েছে বলে জানায়। রাতেই পার্শ্ববর্তী ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া এলাকায় বাড়ি থেকে আব্দুল জলিলকে তিন লাখ ২০ হাজার ৮০০ টাকাসহ আটক করা হয়। আটক জলিল ওই এলাকার সিরাজ ব্যাপারীর ছেলে। শনিবার সকালে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, চুরির মামলাটির ক্লুু ছিলনা। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পরই ওই লোককে চেনা গেলে চার ঘন্টার মধ্যে আসামিসহ টাকা উদ্ধার করা সম্ভব হয়।