পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে ; আহত ১৫

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়লে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়েছে। শনিবার সকাল‌ ৯টার দিকে পাইকগাছা- খুলনা রুটের ঢাকা মেট্রো জ-১১-২৯১৪ যাত্রীবাহী বাস খুলনা থেকে পাইকগাছায় আসার পথে দরগামহল নামক স্থানে এসে স্টারিংয়ে কাজ না করায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান,বাসের গতি খুব কম ছিলো, স্টারিং এ কাজ করছিলোনা। বাসটি ধিরে ধিরে কাত হযে পুকুরে পড়ে যায়। আহতরা বিভিন্ন স্থান থেকে চিকিৎসা নিয়েছে
পাইকগাছা হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০ পর্যন্ত মোট ছয় জন রোগী এসেছে।এর মধ্যে তিন‌ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃতরা হলেন কয়রার শাহাদাৎ হোসেনের ছেলে মেহেদী হাসান ( ২২) সেনের বাজার বেলফুলিয়া অঞ্জন দাশের স্ত্রী তৃপ্তি দাশ ( ৪৫ ) ভড়েঙ্গারচক খড়িয়ার গনি সরদারের স্ত্রী শাহানারা বেগম ( ৪০)। অন্য তিনজন রোগী বেশি গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *