January 15, 2025, 8:31 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃহস্পতিবার দূপুরে কৃষক সমিতির আয়োজনে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জানা যায়,উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সারের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার,সকল প্রকার কৃষি উপকরণের দাম কমানো সহ কৃষকের উৎপাদিত ফসলের লাভজনক মূল্য নিশ্চিত করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজন বাংলাদেশ কৃষক সমিতি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশে বক্তব্য দেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ শাখার সভাপতি প্রভাত সমীর শাহাজাহান,সাধারণ সম্পাদক মোর্তুজা আলম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিউনিস্ট পার্টির নেতা সতিশ চন্দ্র রায় প্রমূখ।
এছাড়াও বাংলাদেশের কমিটিউনিস্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রবীণ রাজনীতিবিদ কমরেড মনসুরের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিপিবি, ছাত্র ইউনিয়ন, ক্ষেত মজুর সমিতি সহ সিপিবি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নেতার মোড়ে তার প্রতিকৃতীতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক আলোচনা সভায় বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ শাখার সভাপতি প্রভাত সমীর শাহাজাহান, সাধারণ সম্পাদক মোর্তুজা আলম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিউনিস্ট পার্টির নেতা ছতিশ চন্দ্র রায় প্রমূখ।