জেলা পুলিশ নীলফামারীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত

মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ১১ মে২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ০৮.০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ, নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, নীলফামারী মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সুষ্ঠু, সুশৃংঙ্খলভাবে প্যারেড অনুষ্ঠিত হওয়ায় মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী। মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন।

এ ছাড়াও মাস্টার প্যারেডে উপস্থিত ছিলেন মোস্তফা মঞ্জুর পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; আলী মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার,(ডোমার সার্কেল) নীলফামারী; জয়ন্ত কুমার সেন, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) নীলফামারীসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, ট্রাফিক ইন্সপেক্টর, আরওআই, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআইসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *