স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ কর্মশালায় জুম প্লাটফরমের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমান এবং বিশেষ অতিথি ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. জাহিদ হোসেন, উপসচিব সেলিম আহমদ, ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুন নাহারসহ ৫ উপজেলার সহকারি কমিশনার ভূমি এবং জেলার সকল ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়ণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। #

Leave a Reply