হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে বিশ্ব লুপাস দিবস পালিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। –

লুপাস করো দৃশ্যমান, প্রজাপতির জন্য প্রত্যাশা এই প্রতিপাদ্যকে সামনে রেখে
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর উদ্যোগে আজ ১০ মে আন্তর্জাতিক লুপাস দিবস পালিত হয়।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর থেকে একটি রেলি রংপুরের ধাপ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর মিলনায়তনে এক আলোচনা সভা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন।
বিশ্ব লুপাস দিবসের মুল প্রবন্ধ পাঠ করেন সদ্য নিযুক্ত রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ শাহ্ মোঃ সরোয়ার জাহান। বক্তব্য রাখেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়নাল আবেদীন জুয়েল, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ মোঃ একিউএম মনজুরুল হাসান মেনন প্রমুখ।
আয়োজনটির সায়েন্টিফিক পার্টনার ছিলেন ডেলটা ফার্মাসিটিকেলস লিমিটেড।
বক্তারা বলেন, লুপাস এক দীর্ঘস্থায়ী অটো-ইমিউন রোগ । এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সমস্যা গভীরভাবে বোঝার এবং তাঁদের পাশে দাঁড়ানো প্রয়োজন । এটি জীবন পরিবর্তনকারী এবং মারাত্মক রোগে।
শরীরের ইমিউন সিস্টেম যা সাধারণত সংক্রমণের সঙ্গে লড়াই করে ৷ তার সুস্থ টিস্যু এবং অঙ্গগুলিকে আক্রমণ করতে শুরু করে । এই অবস্থায় ত্বক, কিডনি, রক্তকণিকা, মস্তিষ্ক, হার্ট, ফুসফুস এবং জয়েন্টগুলি-সহ শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে ।
উল্লেখ্য অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন প্রতিষ্ঠিত হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর ২০০৮ সাল থেকে উত্তরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে ব্যাপক জনগোষ্ঠীর উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের সানামের সাথে চিকিৎসা সেবা পরামর্শ দিয়ে আসছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *