এম এ আলিম রিপন,সুজানগরঃ নিজ দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে পাবনার সুজানগর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনায় সুজানগর থানায় মামলা দায়ের হয়েছে। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানের আপন ছোট ভাই বিএম পাভেল মাহমুদ ফয়সাল বিশ্বাস মঙ্গলবার মামলাটি দায়ের করেন। হাটখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.বকু কে প্রধান আসামী এবং জেলা ছাত্রদলের সহ সভাপতি সাকিবুল ইসলাম সনি, হাটখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম বিশ্বাস,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রবিউল আওয়াল মিলন বিশ্বাসসহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের ১৯ নেতাকর্মী ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনের নামে মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি আব্দুল হাননান জানান, মামলার ভিত্তিতে আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এর আগে গত শুক্রবার উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুরে বিএনপির কর্মীসভার স্থান কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করতে গেলে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে কোপানো হয়। এছাড়াও এ ঘটনায় আহত হন কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক শামসুর রহমান সামস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নায়েব আলী বিশ্বাস ও ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক ফারুক বিশ্বাস। এ ঘটনায় বিএনপিরই অপর গ্রুপের নেতাকর্মীদের দায়ী করে আহত হাটখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নায়েব আলী বিশ্বাস। উল্লেখ্য গত অক্টোবর মাসে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের অনুসারী হিসেবে পরিচিত আলহাজ্ব এ.বি.এম তৌফিক হাসানকে আহ্বায়ক ও শেখ আব্দুর রউফকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর উপজেলা বিএনপি এবং কামরুল হুদা কামাল বিশ্বাসকে আহ্বায়ক ও জসিম বিশ্বাসকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সুজানগর পৌর বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় পাবনা জেলা বিএনপি। এরপরপরই তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণার অভিযোগ এনে ওই কমিটি বাতিলের দাবিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও পাবনা ২ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব এবং জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদের অনুসারী নেতাকর্মীরা এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে পদবি ত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Leave a Reply