মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় যমজ সন্তান জন্মের পর মরিয়ম(৩৫) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর জানতে পেয়ে তাড়িঘড়ি দেখতে গেলেন চেয়ারম্যান তারেক হোসেন। মঙ্গলবার (৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এই মৃতের ঘটনাটি ঘটে।
মৃত যাওয়া মরিয়ম ওই গ্রামের সাবেক ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর ২য় স্ত্রী ছিলেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে মরিয়মের পেটের ব্যথা উঠলে তাকে প গড় নিউ আদর্শ হাসপাতালে ভর্তি করেন। পরের দিন মঙ্গলবার সকালের দিকে তার সিজার করা হয়। সিজার করার পর মরিয়ম কিছুটা সুস্থ্য হন এরপর মরিয়মের শরীরে রক্ত দেয়ার কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
অনেকেই জানান, হাসপাতালের গাফলতির কারণে মরিয়মকে দুনিয়া থেকে বিদায় নিতে হল। এলাকাবাসী ক্ষোপ প্রকাশ করে বলেন, ‘এ ধরণের হাসপাতাল গুলো বন্ধ করে দেয়া উচিত। এদের লাইসেন্স আছেন কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে।’
এ বিষয়ে জানার জন্য নিউ আদর্শ হাসপাতালের ওয়ালে থাকা ০১৭৩৯……৩২৪ নম্বরে কল করা হলে কলটি রিসিভ হয়নি।
এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তারেক হোসেন শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মুহম্মদ তরিকুল ইসলাম।

Leave a Reply