গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর ও সাধারন সম্পাদক রুলু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা বিএনপির কমিটি গঠিত হয়েছে। গঠিত নতুন কমিটি রাজশাহী জেলা বিএনপি কমিটি কতৃক অনুমোদিত হয়েছে। বিষয়টি গোদাগাড়ীর টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।

দলীয় সচেতন মহল বলছেন, দীর্ঘদিন পর পকেট কমিটি বাদ দিয়ে সকল জল্পলা কল্পনার অবসান ঘটিয়ে সকলের নিকট গ্রহনযোগ্য কমিটি গঠন করায় দেশের অন্যান্য এলাকার মত গোদাগাড়ীতেও বিএনপি শক্তিশালী হবে, হারানো গৌরব ফিরে পাবে। যদি বিএনপি নির্বাচনে আসে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ গঠিত কমিটি যথেষ্ট ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে স্থান পেয়েছে প্রবীন রাজনীতিবিদ, গোদাগাড়ী বিআরডিপির কয়েকবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান। সাধারন সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, দানশীল আহম্মেদ করিয়ার সার্ভিসের মালিক, বিগত পৌরসভার মেয়র নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দিতাকরী সকলের নিকট গ্রহনযোগ্য বক্তি গোলাম কিবিরিয়া রুলু।

কমিটিতে সিনিয়র সহঃ সভাপতি হিসেবে স্থান পেয়েছেন আব্দুল ওহাব, সহঃসভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম ও মোঃ মাহাবুবুর রহমান বিপ্লব। যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফুল আলম, সাংগঠনিক সম্পাদক এস.এম. বাবু মিয়া, সহঃ সাংগাঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক, কোষাধ্যক্ষ মোঃ সাদিকুল ইসলাম, দপ্তর মোঃ আব্দুল হান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল হক, নির্বাহী সদস্য মোঃ মেসের আলী, মোঃ এনামুল ( আর্মি অবঃ), মোঃ আঃ কাশেম, নওসাদ আলী, সাদিকুল ইসলাম, মোঃ মিনহাজুল ইসলাম ও মাহাবুল আলী।
উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম শাওয়াল বলেন, সবার সাথে সমন্বয় করে এ কমিটি গঠন করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জেলা বিএনপি কমিটি অনুমোদন দিয়েছেন গঠিত কমিটি নিয়ে কোন সমস্যা নেই। দল গোছানোর কাজ পুরোদমে চলছে।

নতুন কমিটির দপ্তর সম্পাদক মোঃ আব্দুল হান্নান বলেন, রাজশাহী জেলা বিএনপি সকলের নিকট গ্রহনযোগ্য একটি কমিটি উপহার দেয়ায় জেলা কমিটির সকল সদস্য ধন্যবাদ জানাই। গঠিত এ কমিটির সদস্যগণ আগামী দিনে দলকে শক্তিশালী করার জন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। সাবেক বিএনপির নেতা মোঃ মেরাজুল ইসলাম বলেন, গঠিত নতুন কমিটি নিঃসন্দেহ ভাল হয়েছে। তার দলকে ভালভাবে পরিচিলিত করুক এ প্রত্যাশা করি। এবছর ১৩ ফেব্রুয়ারি কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *