মাদকের ব্যাপারে বিজিবি সতর্ক অবস্থানে থাকে সীমান্তে

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘দেশের যেকোনো সীমান্তে মাদকের ব্যাপারে বিজিবির সতর্ক অবস্থান থাকে। আর এ কারণেই সম্প্রতি টেকনাফ সীমান্তে ২১ কেজি ক্রিস্টাল আইস মেথ জব্দ করা হয়েছে।’

বুধবার (১০ মে) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এবং ভারতের ফুলবাড়ি স্থলবন্দর পরিদর্শন শেষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, ‘বিভিন্ন সময় মাদকের সঙ্গে পাচারকারীদেরও গ্রেপ্তার করা হয়। তবে, অনেক সময় তারা মাদক ফেলে জঙ্গলে পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয় না।’

এর আগে, তিনি বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিজিবি মহাপরিচালক দুই বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *