নিজস্ব প্রতিবেদক, চারঘাট (রাজশাহী)
রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফ পুর ইউনিয়নের চৌমুহনী মহিলা কলেেজ চত্বরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব পাঠাগারের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এই পাঠাগারের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউসুফ পুর ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম মাখন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদ, চৌমুহনী সালেহা শাহ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েতুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভিত্তি প্রস্থুর স্থাপন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন পাঠাগারটি নির্মাণ করা হলে অত্র এলাকার মানুষ অনেক উপকৃত হবেন। এখানে মুক্তি যুদ্ধের ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম থেকে শুরু করে সব বয়সের মানুষই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবেন।
মোঃমোজাম্মেল হক
চারঘাট রাজশাহী

Leave a Reply