পটুয়াখালীর পুরাতন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

এস আল-আমিন খাঁন পটুয়াখালী জেলা প্রতিনিধি।

পটুয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ড ঐতিহ্যবাহী পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অগ্রনী ব্যাংক শাখার আংশিক সহ আশে পাশের প্রায় অর্ধশতাধিক দোকানপাট ও বসতঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে।

বুধবার (৩’রা-মে-২০২৩ ইং) তারিখ শেষ বিকেলে আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় পৌর শহরের ৩ নং ওয়ার্ডের মিঠাপুকুর পাড় সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা টি ঘটে।

খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস টিমসহ সর্বমোট ৮ টি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের ৩ কর্মীসহ মোট ৬ জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানাগেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অগ্রনী ব্যাংক সংলগ্ন হারুন মুন্সীর তেলের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তেই আগুনের লেলিহান শিখায় ভূস্মিভূত হয়ে রাস্তার ওপর পাশে অগ্রনী ব্যাংক পূরাতন বাজার শাখার আংশিক, একটি ৫ তলা ও ১ টি ৩ তলা ভবনের আংশিক এবং অর্ধশতাধিক দোকান ও বসত ঘর পুড়ে ভূস্মিভূত হয়েছে। পানি সংকটে থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। খবর লেখা পর্যন্ত কিভাবে আগুন লেগেছে সেটা এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস ও প্রশাসন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *