মোঃ হামিদার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি ঃ
নীলফামারীর জলঢাকায় অগ্নিকাণ্ডের ক্ষতি গ্রস্থদের পাশে দাঁড়ালেন মানবতার সামাজিক সংগঠন, বন্ধণ’ ।
বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন এর সিটমীরগঞ্জ পাড়ায় ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি গ্রস্ত ৬ পরিবারের প্রত্যেক কে ১০ কেজি করে চাউল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ২ কেজি মুড়ি, এবং গোসল করা ও কাপড় কাচার জন্য সাবান ও সাফ ( কাপড় কাচার পাউডার) বিতরণ করেন সামাজিক সংগঠন বন্ধণ। বিকেলে ক্ষতি গ্রস্থদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন সংগঠনের সভাপতি শাহজাহান কবির ও সাধারণ সম্পাদক আবেদ আলী,এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন বন্ধ ণ এর সিনিয়র সভাপতি মাহাদী হাসান মানিক,সহ সভাপতি জাহিনুর ইসলাম জীবন , যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা,সাংগঠনিক সম্পাদক এরশাদ আলম, দপ্তর সম্পাদক হাসানুজামান সিদ্দিকী, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এমদাদুল হক, আলতাফ হোসেন, রতন সরকার, আলামিন,সমাজসেবক আনিছুর রহমান যাদু সহ আরো অনেকে। এবিষয়ে সংগঠনের সভাপতি শাহজাহান কবির এর সাথে কথা হলে তিনি বলেন সম্প্রতি কিছুদিন আগে এই এলাকায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৬টি পরিবারের সবকিছুই পুড়ে যায় এবং তারা এই ঝড়বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে বাস করছে ও না খেয়ে আছে তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের মধ্যে সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম ।
নীলফামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতি গ্রস্থদের পাশে দাঁড়ালেন- সামাজিক সংগঠন, বন্ধণ

Leave a Reply