স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে রফিকুল ইসলাম রাসেল (৩৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে মারাত্মক আহত হয়েছে অপর মোটর সাইকেল অরোহী মো: জাহিদ হাসান (৩৮)।
আজ বৃহস্পতিবার (০৪ মে) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় এ দুর্ঘটনাটি ঘটে।
কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শরিফুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রফিকুল ইসলাম রাসেল খুলনা মহানগরীর খালিশপুর প্লাটিনাম জুটমিল শ্রমিক কলোনীর আব্দুর রহমানের ছেলে।
ওসি মো: শরিফুল ইসলাম জানান, রফিকুল ইসলাম রাসেল ও মো: জাহিদ হাসান মোটর সাইকেলে করে খুলনা থেকে কক্সবাজার ভ্রমনে যান। কক্সবাজার ভ্রমন শেষে খুলনা ফিরছিলেন তারা।
এসময় তাদের মোটর সাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়।
এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেলে রফিকুল ইসলাম রাসেল ও মো: জাহিদ হাসান মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী ১০০-শয্যাবিশিস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম রাসেলকে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত মো: জাহিদ হাসানকে সংকটজনক অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।
পরিবারের অবেদনের প্রেক্ষিতে নিহত রফিকুল ইসলাম রাসেলর মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। #

Leave a Reply