মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা থেকে,
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় নাইঘর গ্রামের ২৫ বছরের রের্টট ভঙ্গ করে ব্রাহ্মনপাড়া থানা পুলিশ হত্যা ও ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷স্থানীয় মেম্বার জানান গত ২৫ বছরে এই গ্রামের কোন মামলা থানায় যায়নি,সকল সমস্যা গ্রামবাসী বসে মিমাংসা করেছি।এবার রের্কড ভঙ্গ করে মামলা হলো।
মুহুরী জাহাঙ্গীরের পরিবার ও মামলার এজহার সুত্রে জানা যায় গত ২৭ এপ্রিল ৭ টার দিকে উপজেলার নাইঘর উত্তর পাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর আলম এর স্ত্রী আছমা আক্তার কে একই বাড়ির মোঃ জয়নাল আবেদীন এর ছেলে মোঃ আবুল কালাম (৩৫) গলায় সুইচ গিয়ার ( চাকু) দিয়ে হত্যার হুমকি দেয়৷ পরে তার শরীরের কাপড় খোলার চেষ্টা করে ধর্ষনের উদ্দেশ্য।
আছমা আক্তার চিৎকার করার চেস্টা করলে আবুল কালাম তার পেটে কামড় মারে৷ এসময় আসামি আছমা আক্তার এর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্হানে হাত দেয়৷
তার আত্মচিৎকারে তার মেয়ে দৌড়ে ঘটনা স্থলে গেলে পালিয়ে যায় বখাটে আবুল কালাম৷
পেটে কামড়ের আগাতপ্রাপ্ত আছমা আক্তার কে বাড়ির লোকজন উদ্ধার করা ব্রাহ্মণপাড়া সরকারি স্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে আছমা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন আছে৷
এ বিষয়ে আহতের স্বামী মোঃ জাহাঙ্গীর আলম বলেন চরিত্রহীন লম্পট আবুল কালাম আমার স্ত্রীকে অনেকদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছে৷
তার প্রস্তাবে রাজি না হওয়ায় আবুল কালাম প্রথমে আমার স্ত্রীকে গলায় সুইচ দিয়ে ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং পেটে কামড় দেয় যার জন্য সে এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে৷ এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান রুবেল বলেন অভিযুক্ত আবুল কালামকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে৷এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা জানান তিনি এবিষয়ে কিছু জানেন না,তিনি ছুটিতে ছিলেন।পরর্বতীতে তিনি আরো জানান তার হাসপাতালে আসমা নামে কোন রোগী ভর্তি নেই।
Leave a Reply