বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবীতে এনসিটিএফ’র স্মারকলিপি প্রদান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে সড়ক নিরাপদ রাখার দাবিতে শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন ট্যাস্কফোর্স এনসিটিএফ’র উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২ মে) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন এর কাছে স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ সভাপতি মোঃ খায়রুল ইসলাম মুন্না। এ সময়ে উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবে সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর সালাম সিদ্দিকী, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, এনসিটিএফ’র সহ-সভাপতি মো. ইমরান হোসেন, যুগ্ম সম্পাদক সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. হাসান মাহামুদ পিয়লা, শিশু সাংসদ আরিফুল ইসলাম মান্না, সদস্য সাইফুল ইসলাম রিয়াজ, মো. ইমাম প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, চলমান এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা প্রথম দিনে সড়ক দুর্ঘটনায় অবিভাবক সহ ৬জন পরীক্ষার্থী মোকামিয়া বিদ্যালয় থেকে বেতাগী সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র আসার সময় অবৈধ ট্রলি ও ইট বোঝাই ট্রাকের ধাক্কায় পরীক্ষার্থীদের বহন করা আটো রিকশা উল্টে যায়া এতো অবিভাবক সহ ৬ পরিক্ষার্থী আহত হয় এর মধ্যে ২ জন গুরুতর আহত। পরবর্তী পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে অবৈধ ও ভারী যানবাহন চলাচলা সীমিত রাখার দাবী করা হয়।
তাদের সুপারিশের মধ্যে রয়েছে পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা আগে অর্থাৎ সকাল ৮ টা থেকে ১০ টা এবং দুপুর ১ টা থেকে আড়াইটা পর্যন্ত সকল প্রকার অবৈধ ও মালবাহী যানবাহন চলাচল সীমিত করা। এ সময় পুলিশ টহল জোরদার করা। প্রয়োজনে অভিযান পরিচালনা করা।

স্মারকলিপি গ্রহণ করে উপজেলা নির্বাহি অফিসার সুহৃদ সালেহীন বলেন,এটি সময় উপযোগী দাবি, আমি আপনাদের সাথে একমত, বিষয় যে আমি গুরুত্বসহকারে দেখব এবং শিগ্রহী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *