বিরামপুরে নিখোঁজ বৃদ্ধের গলাকাটা মরদেহ মিললো ঘাসের জমিতে

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর উপজেলার পারভবানীপুর গ্রামের মাঠের একটি ঘাসের জমি থেকে আবদুল ওয়াহেদ মুন্সি (৭৬) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (২ মে) সকাল ১০ টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ওই গ্রামের মুন্সিপাড়ার পূর্বপাশে ফসলি মাঠে ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আবদুল ওয়াহেদ মুন্সি একই গ্রামের মৃত মনসের আলীর ছেলে।

নিহতের ছেলে গোলাম মোস্তফা বলেন, ‘সোমবার মাগরিবের নামাজ পড়ার জন্য আমার বাবা বাড়ি থেকে বের হন। পরে, তিনি রাতে আর বাড়িতে ফেরেননি। মনে করেছিলাম, বাবা হয়তো রাতে কারও বাড়িতে গেছেন, পরে ফিরবেন। কিন্তু রাতে আত্মীয়স্বজনের বাড়িতে খবর নিয়ে কোনো খোঁজ পাইনি। আজ সকালে গ্রামের লোকজন আমাকে খবর দেন-মাঠে একটি ঘাসের জমিতে তোমার বাবার লাশ পড়ে আছে।’

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, নিহতের এক নারী প্রতিবেশী (মনোয়ারা বেগম) মঙ্গলবার সকালে মাঠে ছাগল চরাতে গিয়ে গ্রামের পূর্বপাশের মাঠের একটি ঘাসের জমিতে ওয়াহেদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে, ওই নারী নিহতের পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন সেখানে ছুটে যান। বিষয়টি মুঠোফোনে থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হন এবং মরদেহটি উদ্ধার করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, ভবানীপুর গ্রামে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। দিনাজপুর পিবিআই ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আব্দুল্লাহ আল মাসুম ও বিরামপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *