বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুর উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মহান মে দিবস উদযাপিত হয়েছে।কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, র‌্যালি, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ, কুরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে পৌরশহরের আনসার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অটো বাইক চালক সমিতির সভাপতি শ্রী শিবেশ চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে, আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি’র বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি।

অটো বাইক চালক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ ইসলামের সঞ্চালনায়, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, জাসদ সভাপতি শাহ আলম বিশ্বাস, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বিরামপুর ষ্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুকুল সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

সভায় শ্রমিক নেতারা তাদের বক্তব্যে শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান ও চাকরির নিশ্চয়তা প্রদান, শ্রমিকদের জন্য ৮ ঘণ্টা কর্মঘণ্টা নির্ধারণ, শ্রমিক বিরোধী কালা-কানুন বাতিল, দুর্ঘটনা প্রতিরোধ কমিটির সুপারিশ বাস্তবায়ন, শ্রমিকদের জন্য কল্যাণ ফান্ড গঠন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ শ্রমিকদের অন্যান্য দাবি পূরণের জন্য সরকারের প্রতি জোর দাবি ও শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন।

জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *