বাংলাদেশ সাংবাদিক সমিতির নেতৃবিন্দের ভারতের আগরতলা এসিঃ হাইকমিশনার, মেয়র,প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক,হেডলাইন ত্রিপুরার সম্পাদকের সাথে সৌজন্য স্বাক্ষাত

মোঃতরিকুল ইসলাম তরুন, আগরতলা থেকে।

বাংলাদেশ সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার সাঃসম্পাদক শাহাজাদা এমরানের নেতৃত্বে গত ২৩ শে এপ্রিল থেকে ২৫ শে এপ্রিল ২০২৩ ভারতের আগরতলা বাংলাদেশ এসিস্ট্যান্ট হাই কমিশনার আরিফ মাহমুদের সাথে সাক্ষাৎ করেন, পরে বৈঠক শেষে টিমের লিডার সাংবাদিক শাহাজাদা এমরানের হাতে হাই কমিশনার আরিফ মাহমুদ বঙ্গবন্ধুর শেষ আত্ব জিবনীর একটি বই উপহার তুলে দেন,

পরবর্তী তে হেডলাইন ত্রিপুরার সম্পাদক অল ইন্ডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনোব সরকারের নিমন্ত্রণে হেডলাইন ত্রিপুরা টিভি অফিস পরিদর্শনে যান। অল ইন্ডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনোব সরকার সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ কে কেষ্ট ও মুদি বাজিঘর নামে মানপত্র তাদের হাতে তুলেদেন।
দ্বিতীয় দিনে

আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্তের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে ছবি তুলেন নেতৃবৃন্দ।

পরে ত্রিপুরা ইন্ডাস্ট্রি ফেডারেশনের চেয়ারম্যান নবাদল বনিকের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে দু দেশের ব্যাবসা বানিজ্য নিয়ে আলোচনা হয়।

পরবর্তী তে আগরতলা সিটি কর্পোরেশনের মেয়রের আমন্ত্রণে সাক্ষাৎ করতে গেলে মেয়র শ্রী দীপক মজুমদার ফুলেল শুভেচছা জানান।পরে ভোজের আয়োজন করে মিষ্টি উপঢৌকন হিসেবে সাংবাদিক নেতৃবৃন্দের হাতে তুলে দেন।ভ্রমনে উল্লেখ যোগ্য স্থান ছিল আসাম রোড

তেলিয়া মিড়া পার্ক,বড় মুড়া পার্ক,গারো দের জীবন মান ব্যাবস্থা পরিদর্শন, শামুক বাজারজাত করণ প্রদ্ধতি পরিদর্শন, রাজার বাড়ি পরিদর্শন, সিনেমা হল পরিদর্শন, মহারাজা বীর বিক্রম বিমান বন্দর পরিদর্শন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *