বানারীপাড়া প্রতিবেদক।। বানারীপাড়া উপজেলার পৌরসভা ৯টি ওয়ার্ড নিয়ে বেষ্টিত। মূলত খুবই অল্প যায়গা নিয়ে তৈরি বানারীপাড়া পৌরসভা যাহা ২০ মিনিটে রিকসা যোগে ঘোরা সম্পন্ন করা যায়। পুরো পৌরসভা ঘুরে দেখা যায় বিকেল হলে একটি দোকানেও বসার কোন পরিস্থিতি থাকেনা মশকের জ্বালাতনে উঠে আসতে হয়। এছাড়াও বাড়ি ঘরের পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় মৌপোকার মত মশক আক্রমণ করে চলছে অবিরত। এক কথায় বলা যায় পৌরসভা এখন বসবাস কঠিন হয়ে দাড়িয়েছে।
পৌরসভা ঘুরে দেখ যায়, দীর্ঘদিন ধরে ড্রেনেজ পরিস্কার না করায় সেখানে তৈরী হয়েছে মশকের অভয়ারণ্য। পৌরবাসীর একটাই দাবী মশক নিধন অভিযান পরিচালনা হোক। সচেতনমহলের দাবী কর্তৃপক্ষের অবহেলার এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র বলেন, শীঘ্রই মশক নিধন অভিযান পরিচালিত হবে। এ নিয়ে দু:চিন্তার কারন নেই।#
Leave a Reply