মে দিবস উপলক্ষে রাঙ্গাবালীতে র‍্যালী ও আলোচনা সভা

রফিকুল ইসলাম ঃ
মে দিবস উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে র‍্যালী ও আলোচনা সভা করেছে উপজেলা শ্রমিক লীগ। সোমবার সকাল ১১টায় উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশান মৃধার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয় গিয়ে আলোচনা সভা করা হয়।
পরে শ্রমজীবী মেহনতি মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক আন্দোলন ও শ্রমিকদের আত্মত্যাগের জন‍্য দোয়া অনুষ্ঠান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন বিশেষ অতিথি রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ এস এম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা শ্রমিক লিগের সহ সভাপতি মোহাম্মদ বাবু তালুকদার, সহ-সভাপতি শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল তালুকদার, ছোটবাইশদিয়া ইউনিয়ন সভাপতি রাজিব মিয়া, সাধারণ সম্পাদক কোবির হোসেন চরমোনতাজ ইউনিয়ন সভাপতি মুছা দফাদার ও সাধারণ সম্পাদক জামাল হাওলাদার।
এছারও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ সহ শ্রমিক লিগের অনন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *