রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালী সেনবাগের ছমিরমুন্সীর হাটে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে সেনবাগ উপজেলা শ্রমিক লীগের আয়োজনে, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি এবি এম ফারুক হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ভান্ডারীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নংকাবিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম মোহন(ভিপি),এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা শ্রমিক লীগের উপদেষ্টা নজরুল ইসলাম রুবেল।সেনবাগ উপজেলা যুব শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর।
৬নং কাবিলপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোস্তাফিজ, সাধারণ সম্পাদক সেলিমসহ অনেকেই। এসময় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী মহান মে দিবসের ব্যানার নিয়ে ফেনী-নোয়াখালী মহাসড়কের ছমিরমুন্সীর হাটে পুরো বাজার প্রদক্ষিণ করেন।পরে আলোচনা সভার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মে দিবসে সেনবাগ উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Leave a Reply