জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বিএডিসি’র বিদ্যমান গুদাম সমূহের রক্ষণাবেক্ষণ, পুনর্বাসন এবং নতুন গুদাম নির্মানের মাধ্যমে সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করণ প্রকল্পের (২য় পর্যায়) মাধ্যমে নব-নির্মিত অফিস ভবন ও ৭২০০ মে.টন ধারন ক্ষমতা সম্পন্ন পিএফজি সার গুদাম উদ্বোধন করা হয়েছে।
রবিবার রাত নয়টায় পৌরশহরের কেডিসি রোডে নব-নির্মিত সার গুদামটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতাকেটে শুভ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার। এসময় প্রধান অতিথি কৃষি সচিব ওয়াহিদা আক্তার তার বক্তব্যে বলেন, বাংলার কৃষক যান্ত্রিক প্রযুক্তি ব্যবহার করে বিএডিসির উন্নতমানের বীজ রোপন ও বোপন করে কৃষি খাতে ব্যাপক ভূমিকা পালন করছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে কৃষকের দোরগোড়ায় সার পৌছে দিতে এই গুদাম নির্মান করা হয়েছে।
বিএডিসি চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, বিরামপুর উপজেলা একটি কৃষি প্রধান উপজেলা। এই উপজেলায় মাটি অধিক উর্বর। এলাকায় অধিকাংশ জমিই প্রায় ৩ ফসলী। বর্তমান সরকার কৃষিকে প্রাধান্য দিয়ে এলাকার কৃষকদের সারের চাহিদা মেঠাতে পিএফজির সার গুদাম নির্মান করছেন। বর্তমান সরকার খাদ্যে স্বয়ংসম্পূন্ন হবার লক্ষে কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূর্তুকি প্রদান করে সাফল্য অর্জন করে চলছে।
আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিচুর রহমান, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, সার্কেল এএসপি মঞ্জুরুল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান, কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সার ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৭২০০ মেট্রিক টন সার ধারণ ক্ষমতাসম্পন্ন গুদামটি মর্ডান স্ট্রাকচারস্ লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করেছে।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।
Leave a Reply