এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মো.মনিরুজ্জামান জলম(৪২) ও মো.রফিকুল ইসলাম(৪০) নামে ২ কৃষক নিহত হয়েছেন। শনিবার সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামে এবং রাণীনগর ইউনিয়নের টাকিগরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. মনিরুজ্জামান জলম আহম্মদপুর ইউনিয়নের চরগোবিন্দপুর মমিনপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে এবং অপরজন উপজেলার রাণীনগর ইউনিয়নের টাকিগরা গ্রামের মৃত সায়াতুল্লাহ হোসেনের ছেলে। আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুর তিনটার দিকে মনিরুজ্জামান জলম বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে যান । এ সময় বৃষ্টির সাথে আকস্মিক প্রচন্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান নিহত হন।অপরদিকে রাণীনগর ইউপি সদস্য ওমর আলী জানান, এদিন বিকাল ৪টার দিকে রফিকুল ইসলাম মাঠে কাজ করা অবস্থায় হঠাৎ বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন। আমিনপুর থানার ওসি আনিসুজ্জামান জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু(ইউডি) মামলা হয়েছে। সুজানগর উপজেলা নির্বার্হী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply