বরিশাল প্রতিনিধি।
মেয়েটির নাম সাইমুন আজ তার এসএসসি পরীক্ষা দেয়ার কথা। কিন্তু ভাগ্যের
নির্মমতায় এখন হাসপাতালের বেডে কাটা হাত নিয়ে সুচিকিৎসার প্রহর গুনছে। ২৭
এপ্রিল বিকেলে আউয়ার বাজার সংলগ্ন এলাকায় অটোগাড়ি দূর্ঘটনার স্বীকার হয়
সাইমুন। দূর্ঘটনার পূর্বে হঠাৎ তার ওড়না পেচিয়ে য়ায় অটোর চাকায়। কিন্তু
মেয়েটি হাত দিয়ে ওড়না ছাড়ানোর চেষ্টা করতেই অটোর চাকায় থাকা স্টিলের
মারগাডের ভিতরে টেনে নিয়ে যায় তার হাত। মূহুর্তেই তার হাত ফিরে আসে
কিন্তু তার কব্জি আসেনাই, অর্থাৎ কজ্বি আলাদা হয়ে য়ায়। নিয়ে আশা হয়
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চৌকস মেডিকেল অফিসার ডাঃ রোমান ইবনে রিফাত তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা
দিয়ে কাটা হাতের অংশ আইচ বেগিং পদ্ধতিতে প্যাকিং করে ঢাকা মেডিকেলে
প্রেরণের সমস্ত ব্যবস্থা করেন এবং ঢাকার সার্জারী ডাক্তারের নম্বর
সরবারহ করেন রোগীর স্বজনদের। বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠির তালাপ্রসাদ
বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল
সাইমুনের। এ অবস্থায় সাইমুনের দরিদ্র পিতা দিদিহার গ্রামের মোঃ সাইদুল
ইসলাম তার মেয়ের চিকিৎসা করানোর জন্য পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান
সহ সকলের কাছে সাহায্যের আবেদন জানান। ০১৭৫০৭৯১০০১ এটি সাইদুল ইসলামের
মোবাইল নম্বর। এদিকে তাৎক্ষনিক ভাবে আউয়ার এলাকার যুব সমাজ কর্তৃক
পরিচালিত ঐক্যতান মানব সেবা ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগীতা করে অসহায়
পরিবারটির পাশে দাড়িয়েছে এলাকার যুবকরা।
বানারীপাড়ায় ব্যাটারীচালিত অটোরিকশায় এসএসসি পরিক্ষার্থীর হাত বিচ্ছিন্ন

Leave a Reply