পানছড়িতে স্ত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে স্বামী জুয়েলের উপর হামলা করে আবু তাহের

খাগড়াছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির পানছড়ির উপজেলার ফাতেমা এলাকায় মোঃজুয়েলকে সেগুন কাঠ দিয়ে মাথায় আঘাত করে একই এলাকার আনসার ফারুক এর ছেলে আবু তাহের।

বৃহঃ (২৭ এপ্রিল) সকাল ৯ টার দিকে ফাতেমা নগর এলাকায় নিজ বাড়ি থেকে মোঃজুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আবু তাহের লোকজন নিয়ে এসে কাঠ দিয়ে সজোরে মাথায় বারি মারে।তৎক্ষনাৎ সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে।তারপর স্থানীয় লোকজনের সহায়তায় আহত জুয়েলকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা ভয়ানক হওয়ায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়।

জানা যায়, স্বামী মোঃ জুয়েল ঢাকায় গার্মেন্টসে চাকরি করার কারণে তার স্ত্রী সুমি আক্তারকে প্রতিনিয়ত উত্যক্তে করে আসছিল আনসার ফারুক এর ছেলে মোঃআবু তাহের।দীর্ঘদিন আত্মসম্মানের ভয়ে বিষয়টি কাউকে জানাইনি সুমি আক্তার। গত ১৫ তারিখ স্বামী ঢাকা থেকে বাড়ি আসলে স্ত্রী সুমি তাকে সব খুলে বলে। এরপর জুয়েল তালুকদার ও স্ত্রী সুমি এলাকার মোঃ ফোরকান ও মোঃ নবী নামের কয়েকজন মুরব্বিদের বিষয়টি জানায় এবং বিচার দেই। এই বিষয়টিকে কেন্দ্র করে মোঃআবু তাহের জুয়েল তালুকদারকে তার বাড়ির সামনে হামলা করে পালিয়ে যায়।

স্ত্রী সুমি আক্তার জানান, আবু তাহের মোবাইলে কল দিয়ে এবং আমার বাড়িতে এসে প্রায় বিরক্ত করতো।এবং বাজে প্রস্তাব দিত। আমি প্রতিবাদ করায় সে ঐদিন আমার গালেও থাপ্পড় মারে।এখন আমরা আইনের কাছে এর সঠিক বিচার চাই ।

এলাকার মেম্বার মোঃআবদুল কাদের জানান: এই ছেলেটির বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিলো।সে এলাকায় বিশৃঙ্খলা করতো।গত ২৭ তারিখ ঘটনাটি শুনার সাথে সাথে আমি ঘটনাস্থলে যায়।তার মধ্যে আহত জুয়েল তালুকদারকে হাসপাতাল নেওয়া হয়।এর সঠিক বিচার করা হবে।।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃহারুনর রশীদ জানান : ঘটনাটি শুনার সাথে সাথে পুলিশ টিম পাঠানো হয়েছে।তারা এখন হাসপাতাল রয়েছে। এই বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *