মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির পানছড়িতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে।
রবিবার (৩০ এপ্রিল ) পানছড়ি উপজেলায় ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষায় ৪টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনালে ১ হাজার ১শত ২৮জন পরীক্ষার্থী ছিলো।যার মধ্যে অনুপস্থিত ছিলো ৫ জন শিক্ষার্থী।
৪টি কেন্দ্রের মধ্যে পূঁজগাঙ মুখ উচ্চ বিদ্যালয়ে মোট ৩৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২ জন ছাত্র। পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ২ জন।পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল সহ ৩৮১ জন এবং অনুপস্থিত ১ জন।পানছড়ি ইসলমিয়া সিনিয়র মাদরাসায় ৮৭ জন।
সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নকলমুক্তহীন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে প্রথম দিনের বাংলা পরীক্ষা।
Leave a Reply