সাংবাদিক নির্যাতনে বিএমএসএস’র মানববন্ধন

আমজাদ হোসেন রতন।
সিনিয়র স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন উপজেলায় সাংবাদিক নির্যাতন, হামলা ও মিথ্যা মামলা এর প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির উদ্যোগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগী চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুরে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার ঘটনা, রাজশাহীর পুঠিয়ায় সাংবাদিক সোহানুর রহমান সোহানকে মারধর করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়া সহ বিএমএসএস যশোরের সভাপতি এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নাসির উদ্দীন নাসিম, মাইটিভির সাংবাদিক সহ ৫ জনের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন জেলা -উপজেলায় সাংবাদিকদের উপর হামলা মিথ্যা-হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৯ এপ্রিল শনিবার সকাল ১১ টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী চেরাগ পরিষদের সামনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)’র চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় সহযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএমএসএস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আনিসুর রহমান ফরহাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও মো: ইদ্রিস, সহ-সাংগঠনিক সম্পাদক মো: রায়হান, কেন্দ্রীয় সহ-সম্পাদক মোহাম্মদ জুবাইর, সহ-সম্পাদক আনিসুর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এ সময় সাংবাদিক সোহানুর রহমান সোহানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং যশোরের বিএমএসএস জেলা কমিটির সভাপতি এশিয়ান টেলিভিশনের নাসির উদ্দীন নাসিম সহ ৫ সাংবাদিকের উপর হামলা ও মিথ্যা চাঁদাবাজি মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা চাঁদাবাজি মামলাটি প্রত্যাহারের দাবী জানান। এ ছারাও বাঘারপাড়ার ঐ হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তারদের বিরুদ্ধে কুশপুত্তলিকা দাহ সহ কঠোর কর্মসূচির হুশিয়ারি প্রদান করেন।
পাশাপাশি রংপুরে এশিয়ান টিভির সাংবাদিক সহ ৪ সাংবাদিকের উপর হামলার বিচার দাবী এবং সারাদেশে সকল সাংবাদিকদের উপর হামলার বিচার নিশ্চিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *