তানোরে কৃষকের মাঝে শুকনো খাবার বিতরণ

আলিফ হোসেন,
তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে বোরো কাটতে সহায়তাসহ কৃষক এবং শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন, পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। জানা গেছে, ২৯ এপ্রিল শনিবার দিনব্যাপী উপজেলার তালন্দ, চাপড়া, ধানতৈড়, বিলকুমারী বিল, কাশিমবাজার ও কালীগঞ্জহাট এলাকার মাঠে মাঠে কৃষকদের মাঝে এসব খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংসদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার, বিশিষ্ট সমাজসেবক ও তরুণ শিল্পপতি আলহাজ্ব আবুল বাসার সুজন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইটপ্রমুখগণ এসব খাবার বিতরণ করেন। এদিকে সাংসদের পক্ষ থেকে দলের নেতাকর্মীরা যখন সাধারণ কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। তখন দলের কথিত শতবর্ষী রাজনৈতিক পরিবারের সন্তান মনোনয়ন প্রত্যাশী গোলাম রাব্বানী ভাড়াটিয়াদের নিয়ে মোটরসাইকেল শোডাউনের নামে আনন্দ র ্যালী করে বির্তকের জন্ম দিয়েছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *