গোপালগঞ্জে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান এ জরিমানা করেন।

অর্থদন্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মৃত রতন কাজীর ছেলে শামীম কাজী (৪৮) ও গোপালগঞ্জ শহরের মাষ্টারপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল শিকদার (৩৫)।

ইউএনও মেহেদী হাসান জানান, কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটছিলেন শামীম কাজী ও বাবুল শিকদার।

পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে মাটি কাটা অবস্থায় আটক করা হয়। পরে স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে উভয়কে ৫০ হাজার টাকা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

তবে সাজাপ্রাপ্তরা জরিমানার ১ লাখ টাকা প্রদান করায় তাদেরতে ছেড়ে দেয়া হয় বলেও জানান ইউএনও।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *