সুন্দরগঞ্জে সাংবাদিক পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

আনিসুর রহমান আগুন।
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার দৈনিক নতুন বাজার পোর্টাল পত্রিকার জেলা প্রতিনিধি ও একাধিক পত্রিকার উপজেলা প্রতিনিধি আনিসুর রহমান আগুন নিজের নিরাপত্তাসহ তার পরিবারের নিরাপত্তার জন্য থানায় জিডি করেছেন বলে জানা গেছে।

জিডি ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক পরিবারের ভোগদখলকৃত জমিতে উপজেলার রামজীবন ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে জয়নাল মিয়া ও তার বড় বোন সিবাতন তার লোকজনসহ দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ১৪/০৩/২৩ইং তারিখে আকস্মিক আক্রমণ করে। এতে সাংবাদিক আগুনসহ তার পিতামাতা গুরুতর আহত হলে তাদের সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে সাংবাদিক ও তার পরিবারকে হয়রানির উদ্দেশ্যে ধূত জয়নাল মিথ্যা মামলা করে। পাশাপাশি সুকৌশলে সাংবাদিক আগুনকে পুলিশকে ধরে দেয়। সাংবাদিক ২৯/০৩২৩ ইং তারিখে জেল হাজতে থেকে ফিরে আসলে তাকে প্রাণে মেরে ফেলার জন্য জয়নালের আত্মীয়-স্বজন ও ভাগি শরিক রাস্তাঘাটে বিভিন্ন ধরনের গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৮/০৪/২৩ইং তারিখে প্রতিবেশি মজিবর রহমানের ছেলে আবু সাইদ ওরফে সাইদুল জয়নালের পক্ষ হয়ে সাংবাদিকের বসতভিটায় ঢুকে তার বাবামাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়ে সাংবাদিকের নাম ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। যাওয়ার সময় একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় সাইদ। সেই সাথে জয়নালের ভাগ্নি জামাই রুবেল ও তার বন্ধু জহুরুল সাংবাদিকের নাম ধরে প্রাণনাশের হুমকি প্রদান করে রাস্তা দিয়ে চলে যায়। এই ঘটনার তিন পর ২১/০৪/২৩ ইং তারিখে জয়নালের নতুন বাড়ির সামনের কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় জয়নাল ও সিবাতন তার লোকজন নিয়ে সাংবাদিকের উপর হামলা করার চেষ্টা করে। এসব ঘটনায় সাংবাদিক ২৮/০৪/২৩ইং তারিখে উল্লেখি ব্যক্তিদের বিরুদ্ধে থানায় জিডি করেন। জিডি নং-১৪১০। এব্যাপারে সাংবাদিক আগুন ও তার পরিবার পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *