এম এ আলিম রিপন,সুজানগর ঃ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনামূল্যে আইনগত সেবার দ্বার উন্মোচন’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয় । র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌর মেয়র রেজাউল করিম রেজা ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো.জিল্লুর রহমান ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান সাইদ,মাহমুদ্দুজ্জামান মানিক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন, যায়যায়দিন প্রতিনিধি এম মনিরুজ্জামান,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply