মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, উপজেলা আইনগত সহায়তা কমিটির সদস্য ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
এসময় নাচোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাবুল হোসেন, ইউপি সদস্য শফিকুল আলম, উপজেলা, পৌর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের প্রতিটি জেলা জজ আদালতে সরকারী খরচে গরীব-অসহায়দের আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে এটির ব্যাপক প্রচার-প্রচারনা প্রয়োজন বলে বক্তাগণ উল্লেখ করেন।
Leave a Reply