January 15, 2025, 10:10 am
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্যভাবে জয়পুরহাটে জাতীয় আইন সহায়তা দিবস – ২০২৩ পালিত হয়েছে । শুক্রবার সকালে জেলা জজকোর্ট চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি শেষে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ নুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জয়পুরহাট ০১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
আরো বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব মোঃ সামিউল ইসলাম, ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, এ্যাডঃমোমিন আহমেদ চৌধুরী জিপি, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ শাহানুর রহমান শাহিন।
উক্ত অনুষ্ঠানে দরিদ্র অসহায় নির্যাতিত নিপিড়ীত মানুষের মামলা সফলভাবে পরিচালনার জন্য ২০২৩ সালে জেলায় সেরা প্যানেল আইনজীবী নির্বাচিত করা হয় এ্যাডঃ আরাফাত হোসেন মুনকে। তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ মোঃ নূর ইসলাম।