স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক শংকর বালা (৪৫) নিহত হয়েছে। এতে তার ৭ বছরের শিশু পুত্র রুদ্র বালা মারাত্মক আহত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শংকর বালার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর ভেন্নাবাড়ী গ্রামে।
ওসি মো: জাবেদ মাসুদ জানান, শিশু পুত্র রুদ্রকে সাথে নিয়ে মোটর সাইকেলে করে সাতপাড় থেকে নিজ বাড়ী উত্তর ভেন্নাবাড়ী গ্রামে যাচ্ছিলেন। এসময় মোটর সাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে টেকেরহাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে মোটর সাইকেল চালক শংকর বালা ও তার ছেলে রুদ্র বালা মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে শংকর বালা মারা যান। মারাত্মক আহত রুদ্র বালাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #
Leave a Reply