সুন্দরগঞ্জে কৃষকলীগ নেতা উদ্ধার- ৪ অপহরণকারী আটক

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদককে উদ্ধারপৃর্বক ৪ অপহরণকারীকে আটক করেছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ছাপরহাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বকুল বিশ্বাসকে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার বৈষ্ণবদাস গ্রামের সেকেন্দার আলীর ছেলে রায়হান মিয়া(২১) এর বাড়িতে অপহরণ করে আটকে রাখে। পরে সুন্দরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার ভোরে তদন্ত ওসি সেরাজুল হকেের নেতৃত্বে এসআই সৈয়দ মামুন হক সঙ্গীয়ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই কৃষকলীগ নেতাকে উদ্ধার করে। পাশাপাশি রায়হানসহ রামপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক(৪৫), দামোদরপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে জাহিদুল ইসলাম(৪৫) ও গোপিনাথপুর গ্রামের মতিয়ার রহমানের কবিরুল ইসলাম (২৮)কে ঘটনাস্থল থেকে পুলিশ গ্রেফতার করে।
এ ঘটনায় অপহৃত কৃষকলীগ নেতা বকুল বিশ্বাসের ভাই গোলাম আজম বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *