পানছড়িতে ইউপিডিএফ (মূল) এর চাঁদা আদায়কারীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কার্বারী পাড়া হতে নবদ্বীপ চাকমার ছেলে নয়ন্ত চাকমাকে (২৫) একটি ৭.৬২ এমএম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজ এ্যামোনিশনসহ আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটের সময় খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কার্বারী পাড়া হতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে নয়ন্ত চাকমা (২৫) কে একটি ৭.৬২ এম এম বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড তাজা এ্যামোনিশনসহ হাতেনাতে আটক করে। পানছড়ি সাবজোন কমান্ডার ক্যাপ্টেন মো: সিয়াম-এ-নূর এর নেতৃত্বে একটি বি টাইপ টহল খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার আলীচাঁন কার্বারী পাড়ায় অভিযান পরিচালনা করে। পরে আসামিকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *