মধুপুরে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা কিন্ডার গার্টেন শিক্ষক সমিতির উদ্দ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় মধুপুর
অডিটরিয়াম হল রুমে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান এর
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আব্দুল গফুর মন্টু , মধুপুর বনিক সমিতির সভাপতি মোঃ নুরুল আলম খান রাসেল, মধুপুর পৌর সভার ৫নং ওয়ার্ড কাউন্সিলার বাবলু আকন্দ সহ কিন্ডারগার্টেন সমিতির সদস্য বৃন্দ ও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকগন উপস্থিত ছিলেন।
এ বছর বৃত্তি পরীক্ষায় মোট ৮৬৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন এর মধ্যে টেলেন্টপুলে ৪৫ জন, সাধারণে ৩১২ সহ মোট ৩৫৭ জন বৃত্তিপ্রাপ্ত হয়।বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি সন্চালনা করেন সৃজন স্কুলের ব্যাবস্হাপনা পরিচালক মো. নাজমুল হক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *