মোঃ হাযদার আলী রাজশাহী থেকেঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয়গুলোর নবম ও দশম শ্রেণির ৫৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ‘জনশুমারী ও গৃহ গণনা প্রকল্প-২০২১’ এর ব্যবহৃত ট্যাব প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী ১ সংসদ সদস্য সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী শিক্ষার্থীদের হাতে ট্যাবগুলো তুলে দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। তোমাদের ভালভাবে লিখাপড়া করে দেশে সেবা করতে হবে। বাংলাদেশকে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে হবে। তাই পড়া লিখার বিকল্প নেই। পরবর্তীতে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন করা হবে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মাহন্তের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেযারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয় খাতুন মিলি, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, মাটিকাটা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাযদার আলী, গোদাগাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান সরকার,
এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে বেজায় খুশি শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকগণ।
জানা যায়, মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির ১ম,২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।
মহিশালবাড়ী মধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী রাইসা তাসনিম জানান, ট্যাব পেয়ে আমি দারুণ খুশি, এজন্য প্রধান মন্ত্রী, রাজশাহী ১ আসনোর এমপিকে ধন্যবাদ জানাই। স্মর্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান।
স্মর্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান, পৌরসভার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।

Leave a Reply