সেনবাগের চাঁদপুর স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২৩ সালের এসএসসি ও
এসএসসি(ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।মঙ্গলবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা -এজেআর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, সামছুদ্দিন আহমেদ রিয়াদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও রাজনীতিবিদ-টেক্সওয়ান বিডি”র চেয়ারম্যান, চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি খালেদ মোশাররফ হোসেন জুয়েল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং কাদরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন টিটু, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ।এছাড়াও
অভিভাবকবৃন্দগন, এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) ২০২৩ সালের পরীক্ষার্থী বিদায়ী শিক্ষার্থীরা,বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী সহ প্রায় ৫ শতাধিক আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কুরআন তেলওয়াত, আলোচনা সভা, বিশেষ দোয়া মুনাজাত, প্রধান অতিথি এজেআর গ্রুপের চেয়ারম্যানের পক্ষ হতে পরীক্ষার্থীদের জন্য বিশেষ উপহার সামগ্রী প্রদান, এবং বিদ্যালয়ের সম্মানিত সভাপতি খালেদ মোশাররফ হোসেন জুয়েল এর ব্যক্তিগত পক্ষ হতে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বড় ধরনের পুরুষ্কারের ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *