মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২০০ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মুহাম্মদ জাকির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, জেলা শিক্ষা অফিসার মো. শাহীন আকতার, সাবেক প্রধান শিক্ষক রেখা রানী দেবী, মো. মাহমুদুল হকসহ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে। শিক্ষর্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না।
জ্যেষ্ঠ শিক্ষক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। শিক্ষার্থীরা নাচ গান ও কবিতা আবৃতি করে।
উল্লেখ ২০২২ সালে বিদ্যালয়টি থেকে ২৩৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ২০০ জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ করে জেলার সেরা বিদ্যালয় হিসেবে স্থান করে নেয়।

Leave a Reply