রিপন ওঝা,খাগড়াছড়ি
খাগড়াছড়িতে কদমতলী, জেলা পরিষদ রেস্ট হাউজের কক্ষে জাতীয় শ্রমিকলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও স্লোগানে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আযম খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক চন্দন কুমার দে, উপদপ্তর বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আযম খান, সদস্য অ্যাড. মোঃ নুরুল্লাহ হিরু, সদস্য মোঃ শামীম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ হোসেন বক্তব্য রাখেন।
এই কর্মী সমাবেশে পৌর শ্রমিকলীগ, সদর উপজেলা শ্রমিকলীগ, সহ সকল উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মী এবং মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন।
উক্ত সমাবেশে সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, খাগড়াছড়ি জেলা শাখার সম্মানিত আহ্বায়ক মোঃ জানু শিকদার সভাপতিত্ব করেন।
আগত উপজেলা শ্রমিকলীগের কর্মী সমাবেশে বক্তব্য বলেন বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। সেই সাথে আরো স্মরণ করছি ১৯৭৫সালে ১৫আগস্ট জাতির পিতার সপরিবারের সকল সদস্যদের ও জাতীয় ৪নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব স্বাধীনতার তরে অকাতরে ৩০লক্ষ বীর মুক্তিযোদ্ধা ও ২লক্ষ মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবৃতান্ত সহ দীর্ঘ জীবনের ইতিহাস ঐতিহ্যে তুলে ধরেন। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার রয়েছে৷ বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার, আমরা ক্ষমতায় রয়েছি। বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার, উন্নয়নের সরকার। আগামীতেও সরকার গঠনে আপনারা খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পরামর্শে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে থেকে রাজনৈতিক ময়দানে কার্যক্রমে এগিয়ে নিয়ে যেতে উপস্থিত সকল শ্রমিকলীগের নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক আহ্বান জানান।

Leave a Reply