স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পৈত্রিক সম্পত্তির বিরোধের জের ধরে আপন ভাইদের হামলায় নারীসহ একই পরিবারের তিন সদস্য আহত হয়েছে। এসময় বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরে তারা জীবন বাঁচাতে জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ ফোন দিলে মুকসুদপুর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আজ সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দাসেরহাট গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, পৈত্রিক সম্পত্তি নিয়ে আলমগীর গাজীর আপন ভাই নুরু গাজীর গাথে বিরোধ চলে আসছিল। পৈত্রিক সম্পত্তি বুঝে নিতে চাইলেই আলমগীর গাজী ও তার ছেলে এবং তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। এসময তার বাড়ি ঘর ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণ লুট করে। এসময় তারা জীবন বাঁচাতে জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ কল দিলে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হামলার শিকার আলমগীর গাজী জানায়, আমাদের পৈত্রিক সম্পত্তি ভাইদের কাছে বুঝে নিতে চাইলেই তারা আমাকে মারধর করে। এর আগেও কয়েকবার মারধর করেছে। এই ঘটনায় আমি বাদী হয়ে একই গ্রামের নুরু গাজী, হাফিজুর গাজী ও রহিমা বেগমকে আসামী করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছি। আমি দেশের আইনের কাছে আমাকে নির্যাতনের বিচার দাবি জানাচ্ছি।
এই ঘটনায় অভিযুক্ত নুরু গাজী জানায়, সকালে জমিজমা নিয়ে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পরে আমার ছোট ভাই হাফিজুর গাজী ক্ষিপ্ত হয়ে বড় ভাই আলমগীর গাজীদের মারধর ও তার ঘর ভাংচুর করেছে।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব মন্ডল জানান, জাতীয় সহায়তা কেন্দ্র ৯৯৯ কল পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আমি। ভিকটিম অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Leave a Reply